ছোটবেলার ইদ


ছোট্টোবেলার দিনগুলো সেই
কত্ত মজার ছিলো
হঠাৎ করে এই ধরনী
বেশিই বদলে গেল


পাওয়া না পাওয়ার হিসাব ভুলে
করত সবাই ইদ
অংকে অংকে জীবন এখন
ধুর ছাই, ওহ সিট!


ভাই ব্রাদার আমরা সবাই
করতাম কত প্লান
ইদের দিনে কি কি করবো
মন জুড়ে সেই গান


রমজান জুরে জমানো হত
এক দু টাকা করে
চাঁদ রাতে ফাটবে বোমা
কাপবে সবাই ডরে


ম্যাচের কাঠি রঙিন কাগজ
আরো কত কি কিনে!
লুকিয়ে রেখেছি বাবার ভয়ে
যদি ছুড়ে ডাস্টবিনে!


মাগরিবের আজান হলেই
শেষ রমজানে
দলবল মিলে ছুটে যেতাম
চাঁদ দেখার পানে


চাঁদ দেখেই মনটা সবার
আনন্দে মেতেছে
পাড়া জুড়ে আওয়াজ তুলেছি
চাঁদ উঠছে রে.......


কলাগাছের গেট সাজাতাম
রঙিন কাগজ কেটে
ইদের সকালে সেলামি নিতাম
যদি আসে কেউ গেটে!


দেখেনিতো কেউ নতুন জামা
লুকিয়ে রেখেছি কই!
আতর মেখেছি পাঞ্জাবিতে
ইদগাহে হৈচৈ


কত বাড়ি বেড়াতে যেতাম
খেতাম কত ঘরে!
বদলে গেছে দিনগুলো সব
সবাই যে যার তরে!


নতুন ভোরের নতুন দিনে
কত কি উপস্থিত!
বিশ্বজুড়ে ছড়িয়ে পরুক
সবার মাঝে ইদ


১১/৫/২১