গুগল ডাক্তার
~ মিস্টার অমুকুদ্দিন  


শিক্ষায় দীক্ষায় কম কিসে আমি
বুঝি নাকি আমি কম কিছু!
সচেতন আপডেট থাকি সর্বদা
রোগ যদি নেয় আমার পিছু!


পথ ভুলে তারপরো যদি আসে রোগ
লিখে রাখি সবগুলো সিম্পটম
ডাক্তার দেখাতে যাব কি যাবনা
সেটা নিয়ে চিন্তাটা করি কম!


আমি অত কাচা নই জ্ঞান আর বুদ্ধিতে
কাচা নই প্রযুক্তি-ভুগলে
দু-চার দিন যেতেই, না হলে উপশম
লক্ষন সার্চ দেই গুগলে


সার্চ দিতে না দিতেই তথ্যের ভান্ডার
ডাক্তার আছে কি প্রয়োজন?
একখানা লক্ষনে শতাধিক রোগ আসে
গুগলের এ কেমন সাজেশন!


রাতদিন ঘাটাঘাটি, নিতে হবে ডিসিশন
অবশেষে হ্যাং হলো মাথা
এত কিছু জেনে বুঝে হলনা কোন লাভ
বলুনতো এটা কোন কথা?


গুগলটা বেয়াদব, বলেনা সঠিক করে
হয়েছে কি আমার এ শরীরে!
এদিকে আমার রোগ তিলে তিলে বাড়ছে
আমি এখন কি করিরে...!


পক্ষপাতিত্ব করছে গুগলটা
যেতে বলে ডাক্তার চেম্বারে
নিরুপায় হয়ে তাই, নিয়েছি সিরিয়াল
সন্ধায় আগামী সোমবারে।


১৩/৯/২০২১