সামনে সাগর , শেষ কোথায়?
ভয় নেই তীর কাছেই


পেছনে অরন্য ,পথ কোথায়?
ভয় কিসে? আলো সাথেই


মাটির গভীরতা হারানোর জন্য?
ভয় নেই, সঙ্গি পাবে


চারিদিকে শুন্যতায় পৃথিবী স্তব্ধ কেন?
ভয় নেই সুর্য উঠবে


পৃথিবী আলোকিত তবু আকাশ নীল কেন?
ভয় ছাড়ো, আধারে চাঁদ পাবে


পৃথিবীর বিশালতায় সবই স্বপ্ন
ভয় ছাড়ো, আছে পুর্নতা


যদি স্বপ্ন ভাঙ্গে নিশ্বব্দে
ভয় পাবে বিচার কার্যে


বিচার পাপে তবে পুন্যতায়?
ভয় নেই, সেটাই স্বর্গ।