রমজানে জিম্মি
৩/৪/২১


এসেছে রোজার মাস পাই কত যে আভাস
বউ দেয় বাজারের তাড়া
লিস্ট আর ব্যাগ হাতে দুই পা বাড়াতেই
বাজারের তাপে দিশেহারা


প্রতিবার এলে রোজা, হয় সুযোগ খোজা
এ আর নতুন কি বলো না
দাম বাড়ানোর এই বেড়ে ওঠা অনিয়ম
আর বুঝি সুরাহা হলো না


ভুড়ি ভুড়ি আছে যার, এ ছড়া নয় তার
কিছুই তো তার আসে যায় না
আমারই বা তাতে কি, যা বলার বলেছি
আমি নই বাজারের হায়না


মন্ত্রী মহোদয়, চোখে যার সব সয়
ঢুকছেনা আমাদের মগজে
মনে হয় ভুল শুনি, ভুল বলি আমরা
হক কথা ওনাদের কাগজে


টিভিতে দেখালো, এবারে ফলন ভালো
খাদ্য বোঝাই আছে ভান্ডারে!
তবু কেন প্রতিবার, রমজানে জিম্মি
ব্যবসায়ী ভাইদের আন্ডারে?