কবিতাঃ স্বপ্ন

স্বপ্ন এখন আর আমারে দেখে না
রুপসি খালার ছেলের কাছে যায়
মতি ভাইয়ের মেয়ের কাছেও যায়


আমারে দেখলেই গায়েবি ক্ষমতা পায়,
কাছে আসার ভান করে কিন্তু আসেনা
স্বপ্ন এখন আর আমারে দেখে না


নিজে বড় হয়, বড় করে দেয়
হাসে-হাসায়, কাদে-কাদায়, ডুবে-ডুবায়
সাদাকালো থেকে রঙিন বানায়


ওর অস্তিত্বের মাঝে আমি বিলীন
ধরা ছোয়ার বাইরে রেখে উড়ে-উড়ায়
স্বপ্ন এখন আর আমারে দেখে না


অনেক জোড়াজুড়ি করে হাফ ছেড়েছি
পলাতক আসামির মত এখন ভবঘুরে
সপ্ন, আমারে দেখতে চাইলেও আর পাবেনা