স্মৃতির শহরে, কানাগলিতে এ তোমার কেমন আখিঁপাত?
এ কেমন বৃষ্টি তোমার হৃদয়ে -
এ কেমন ভেজা অভিসম্পাত?


ফের যদি শূন্যতা আসে অবিরাম
কার বুকে মুখ লুকাবো - কোথায়?
জননীরা জন্মের পর রাস্তায় ফেলে কোথায় যে যায়!
ঠিক কি যেন নেই আমার
আমাকে তুমি আর চেয়ো না, সোনা
নিঃসঙ্গ মানুষের কোন ধর্ম থাকে না, পরিচয় থাকেনা।


যদি রাতের নৈঃশব্দ্যে ঘুম ভাঙে একা
কান্না আসে কোমল দু 'চোখে তোমার ....
তাতে আমার কি বা আসে যায়?
শুধু চোখ রেখে দেখো স্মৃতির মুকুরে
এখনো বর্ষায় এখনো বৃষ্টিতে
আমার ছায়ারা তোমার পাশে পাশে হেঁটে যায়।