আজ আকাশ জুড়ে মেঘের মেলা
সাদা কালো মেঘে করছে খেলা,
অবিরাম ছুটছে এ মেঘের ভেলা
ক্ষণিকালয়ের ক্লান্ত দোলা ,
তবুও থামে না ছুটে চলা
মেঘের শুধু একটাই আশা,
অধিক বাষ্প সর্বনাশা।
ঝরায় তখন এটাই নেশা,
ঝরতে ঝরতে ও হয় না শেষ
বিন্দু বাষ্প গড়ে আবেশ!
মেঘে যেন আকাশ কে ছাড়তে নাহি পারে
ক্ষণিক ঝরে, ক্ষণিক গড়ে  
রয় আকাশের ধারে।
ছুঁয়ে ছুঁয়ে আকাশ হলো
মেঘের আসল বাড়ি,
ছুলে আকাশ গর্জে ওঠে
বাষ্প ঝরে সারি।
কেন যে এই মেঘের জন্ম
কলঙ্কিত করে আকাশ,
এ দাগ মোছা যায় না
রয়ে যায় এর আশ!