মাঝে মাঝে ঘুমের ঘোরে
স্বপ্নে বাড়াও তুমি হাত
তোমার জন্য আজ এ প্রভাত,
নীরব নিশ্চুপ ঐ রাত!  
কখনো কি দেখেছো তুমি
ঝরে পড়া শিমুল ফুল
ছিন্ন বাঁধন বলে,
আজ যে হারিয়েছে কুল!
ভালোবেসে আমিও দিলাম
প্রতিদান তিলে তিলে
নির্ঘুম ভাবি সে রাত,
স্বপ্নে হাত বাড়িয়ে!
তিলে তিলে গেছে ঝড়ে
মরিচিকা আমাকে ঘিরে
নির্ঘুম কাটে ঐ রাত,
নির্ঘুম এই প্রহরে!