জানো কি তুমি,
ঐ দূর আকাশের মেঘের রহস্য?
ক্ষুদ্র ক্ষুদ্র পানি কণা মিলিত হয়ে
আজ সূর্যকেও করেছে ভস্য।
তেমনি হয়তো খুঁটিনাটি অভিমানে,
জন্মেছে গাছ হয়েছে শস্য!
সেই শস্য নিয়ে আজ হয়তো আছো ভালো,
জীবন চলে ধারায় অবিশ্বাস্য।
অবিশ্বাস্য জীবনের, অদ্ভুত বদল
বদলে গিয়ে ভুলে যায় আদল,
রিমঝিম শব্দে হয়ে পাগল
উল্টে যায় চোখের কোনল।
সে যদি রং বদলানোর এই খেলায়
বদলে গিয়ে একটু ভালো থাকতে চায়
তবে বাঁধা দিবো না তাহায়।
থাকুক না ভালো, থাকুক সেথায়
আমার মতোই আমি থাকবো,
থাকবো আকাশ পানে তাকায়!