কারে তুমি বাঁধবে বলো     পারোনা প্রেম বাঁধতে বুকে,
জীবন তোমার গেলো চলে তোমার আত্ম ভুলেচুকে।।
জগত মাঝে আছে লোকে    নানান রকম ব্যথার শোকে,
নানা পেশায় তোমার মতো  করছে চুরি যে কৌতুকে।।


গাইছ গীতি নীতির গীতি কান শুনেছে শোনেনা মন,
গড়ে তোল পরের ধনে তোমার নিজের আপন স্বপন।
বাহাদুরের মতন বুলি           আর কতকাল আঁকবে তুলি,
কাপুরুষের মতন তোমার      মরতে হবে ধুঁকে ধুঁকে।।


ক্যানভাসে যার আঁকো ছবি চোর শুনেছি তোমার মত,
মাতাল হয়ে জগত নাচাও   আঘাত করো কবি ক্ষত।
কিসের এতো অহং তোমার     প্রণয় ছাড়া হৃদয় আঁধার,
ডুবে গেছো আঁধার দেশে   অন্ধ আঁধার বাজে ফুঁকে।।