ধাতা তোমার ছায়া দেখে আছে যারা দোরে,
তাদের চেয়ে মানুষ বড় তবু থাকে ঘোরে।
দেখেনা আর তোমার কান্ত কায়া;
দেখেনা যে ছায়া।
আমি মানুষ তোমার সৃজন শ্রেষ্ঠ সৃজন জানি;
অদেখা হে রইলে তুমি মানি।
ছায়াবটের তলে দাঁড়াই তোমার গড়া ছায়া;
মাখে সকল শীতলতা আমার মোহন কায়া।
কোথায় তোমার ছায়া,
ফেরেস্তা বা দেবতারা দেখে তোমার কায়া।
মানুষ আমি হলাম সেরা জানি তাদের চেয়ে;
জবাব চাইছি ধেয়ে,
কেন তবে আমার চোখে ভাসেনা যে কিছু;
আছি তোমার পিছু,
ব্যাকুল স্বরে ডাকি তোমায় মনে,
রাখো তুমি নিজেকে যে অতি সঙ্গোপনে।
রহস্য যার অদেখাতে ভাবি,
কেমন করে হবো যে হিসাবি,
ফেরেস্তা বা দেবতারা তোমায় দেখে বলে,
মিশেনা পাপ ছলে;
আমি মানুষ ভুলে যে যাই যখন কর্ম করি,
জীবন সনে লড়ি,
আবার যখন ফিরে আসো মনে,
তখন ভাবি সঙ্গোপনে,
পাপের ভারে জর্জরিত প্রাণে চলে ডাকা,
চোখের সমুখ সবি দেখি ফাঁকা।
দেখলে জানি হতোনা আর পাপের বোঝা বাওয়া,
করতে তুমি ধাওয়া,
তাই বলি হে আজি,
ক্ষমা করো আমার ভ্রান্তি ধরেছি মন বাজি।
তা না হলে ডাকবে নিরয় নিজ মহিমা লয়ে;
কেমন করে যাবো প্রাণে সয়ে।
অদেখা প্রাণ তোমায় ডাকে দেখা প্রাণের চেয়ে,
সেই কথাটি ভেবে ক্ষমা করো আমায় পেয়ে।
তাহলে যে স্বর্গ পাবো শুধু যে নয় মনে,
ভাবছি নিরজনে।
ভাবনা আমার সঠিক জানি ওহে,
দখিন পবন বহে,
দাও হে তুমি ক্ষমা,
মানব লোকে কে আছে হে করে কথা জমা।