ঈদগাহেতে যাবো আমি বুনছি আমার মনের আশা,
কালো রঙের পাঞ্জাবীটা পড়বো গায়ে স্বপন ঠাসা।।
অমন করেই রোজা রেখে চলছিল যে আমার বেলা,
যাকাত আদায় করে আমার পূর্ণ হলো নিয়ম খেলা,
গয়না কড়ির সঁচয় সবি নিয়ম কথায় পেলো ভাষা।।
ফিরবো আমি নামাজ হতে ফিরনী খাবো রসনাতে,
তৃপ্তি আমার আসবে ফিরে সুখ ধরাবে মনের পাতে।
হবো সমান গরীব ধনী এক কাতারে সুখের পেশে,
ডাকবো তাঁরে নিজ তাগিদে তাঁরে শুধু ভালোবেসে,
রাত ঘনালে ভেবে যাবো ঈদের দিনের স্মৃতি খাসা।।
আসবে জানি রইলে বেঁচে ফিরে ঈদের পুলক বেগে,
সেই বাসনা বুনবো আমি ঈদের দিনের রাতি জেগে।
নিদ্রা আমার নেমে এলে আসবে চোখে ভাবী সময়,
ভেঙে গেলে আমার এ ঘুম হবে নতুন সূর্য উদয়,
রইতে বেঁচে চাইব হায়াত তাঁরে আমার ভালোবাসা।।