ক্ষুব্ধ জলের ঢেউ রাঙিয়ে   মিছের লহর হোলি খেলে,
বিশ্বাস এখন মুছে গেছে    অবিশ্বাসের ছায়া ফেলে।।
কোথা পাবো হারানো ধন    ভাববে কে আর আমি আপন,
চাঁদের দ্যুতি ঢাকা পড়ে কালো মেঘের চাদর মেলে।।


অমানিশার প্রকোপ আসে   ঢেকে দিতে সত্য সকল,
জীবন আমার লহর ঘাতে  পোহায় শুধুই খিন্ন ধকল।
কে দিয়েছে বাধা আমায়             ক্ষুব্ধ জলে মন যেন হায়,
লব্ধ করে শুধুই আঘাত   আসে কি সুখ দুঃখ গেলে।।


জ্ঞাত আছি পৃথ্বীর বুকেই আসবনা আর আমি ফিরে,
অজাত লোকে জাত খুঁজেনা খোঁজে শুধু স্বার্থ তীরে।
কে তাকাবে আমার দিকে       করবেনা যে আমায় ফিকে,
তখন কেবল মন সাগরে তাঁর শোভাটি রয় একেলে।।


বুঝতে পারি আসবে যে সুখ এই পৃথিবীর বুকে ভেসে,
লব্ধ দুখের ললাট কাঁপে     সুখের লাগি কাঁপে হেসে।
চিনতে পারি মানুষ আমি           আপন ব'লে চিনছি যামী,
তাঁর চরণে মাথা পাতি  সেথায় সে সুখ আসে চেলে।।