দিন কেটে যায় রঙ্গ নেশায়  
রাত্রি কাটে ঘুমে ঘুমে,
পৃথ্বীর পুলক টানে আমায়  
চলছি আমি জগত চুমে।।
সেথায় স্বার্থ হবে হাসিল    
খুঁজি আমি অমন সে দিল,
ফুলের সুবাস ভাল লাগেনা
মোহে ছুটি সে মৌসুমে।।


পথের পাশে ভিখারি হায়      
দেখে আমি করছি হেয়,
তাদের দশা আমায় হাসায়    
ভাবছি সকল অনুমেয়।
থালায় আমি দেইনা কড়ি    
তাদের সনে উঠি লড়ি,
ভাবছি তারে আবার খেলা  
খেলছি আমি মহা ধুমে।।


যেথায় আমার প্রাণের বাড়ি  
সেথা আমি ছুটি নাকো,
সে পথ গেলে আমার হৃদয়  
বলে উঠে তাঁরে ঢাকো।
তাই যেন আজ ভুলি সবি    
এঁকে চলি নিজের ছবি,
পঙ্কিলতা মেখেই আমি    
দূষণ ছড়াই ঠিক কুসুমে।।