বছর ঘুরে আজকে এলো আবার নববর্ষ,
মাখন দ্যুতি জাগিয়ে তোলে মানব মনে হর্ষ।
নতুন বছর মানে জানি সুখ,
ছিলাম আমি পেতে তাঁরে হয়েছি উন্মুখ।
পুরান সকল ক্লান্তজীর্ণ মুছে দিয়ে যায়;
পেলাম নব সায়,
তার মাঝেতে দেখি আমি প্রাতে নতুন সূর্য;
বেজে উঠে তূর্য,
ঘর হতে তাই বাহির হলাম আপন সুখের তটে;
দেখি আকাশ; নতুন বাতাস মাঝে পুলক রটে।
তাঁরে ভুলে যাইনি আমি আজ;
মেখেছে যে নতুন বছর নতুন কারুকাজ।
জীর্ণ হৃদয় করেছে সে আনন্দ যার গান;
তার লোকেতে কে জেনেছে কিসের আহ্বান।
আমার বেদন সুখে;
লুকায় যে তার অশ্রুমালা বেদন নিজের ভুখে।
অথচ সেই গত বছর ছিলো যে অপয়া,
দূষিত সব বাতাস ছিলো ছিলোনা তাঁর দয়া।
আজ এসেছে নতুন বছর নতুন আবহাওয়া,
জাগে মনে চাওয়া।
ঘুরে ঘুরে দেখি আমি চৈতি গানের খেলা;
বাতাস বহে মেলা।
পূব দিকে আজ আসছে বাতাস গায়ে আসে লেগে;
হৃদয় উঠে জেগে,
তাঁর করুণা বিনে কি আর কোন কিছু ঘটে;
বসেছি যে চেনা নদীর তটে।
দেখি আমি কতো ভেলা চলছে আপন সুখে;
আমায় কে বা রুখে,
অমনি কি আর আপন তটে আমার বসে থাকা;
আজকে আমার হালখাতাটি শুধুই নিয়ে রাখা।
আসবে সে লোক ব্যবসায়ী সে করেছে যে লেনা;
পূরণ করবে দেনা,
তাই বসে আজ আছি,
খেলিনি আর কোন কানামাছি।
হটাৎ দেখি একটি তরীর বুকে,
সে এসেছে হেসে হেসে আজকে নতুন সুখে।
সকল কড়ি পরিশোধে হৃদয় সুখে ভরে;
জানিনা কি আছে তার অন্তরে।
বাহ্যিক আমার ভালো;
মুখে হাসি কড়ি পেয়ে অন্তরে রয় আলো।
হাটে তারে নিয়ে চলি চলছে কথা বেগে;
বলে আছে তাড়া যে তার রবেনা আর লেগে।
নতুন হর্ষে শুধাই তারে কিসের এতো তাড়া;
চলে গেল না দিয়ে হায় সাড়া।
ফিরে আসি নিজ দোকানে দেখি বিকিকিনি;
আজকে হলাম ধাতার কাছে ঋণী।
ব্যবসা আমার চলছে ভালো নেই যে কোন খেদ;
ঝরিয়েছি দাঁড় করাতে আমার দেহ স্বেদ।
একটু পরে দেখি আমি তারে;
এসেছে সে আবার কাছে ক্লান্তি মাখা ভারে।
এসে বলে পারবেনা সে করতে পরিশোধ;
হাসি জাগে আমার মুখে করিনা তা রোধ।
বলে উঠি নাই কোন আর দেনা;
হতচকিয়ে ভেবে বলে কিসের আবার লেনা।
সকল কথা শুনে বুঝি আসেনি সে আর;
মনের মাঝে ভয় ঢুকেছে ভয়ে কাঁপে দ্বার।
তবে বা কে এসেছিল বুঝি আমি মনে;
ক্ষমা করে দিয়ে তারে ভাবি সঙ্গোপনে।
এসেছিল সে যে;
উঠে আমার মনের মাঝে নতুন গীতি বেজে।
অথচ হায় বুঝিনি আর সবি;
নতুন বছর এসেছিল নতুন ভাবে কবি।
এমন ভাবে করিনি যে বরণ;
কাঁদে আমার স্মরণ,
আজকে হলো রক্তক্ষরণ মনে যে আর তাই;
পারিনি আর করতে তাঁরে আপ্যায়নে নাই।
আফসোসে রয় মন;
নতুন বছর এলো কাছে এলো সুখের ক্ষণ,
জানিনা আর কেমন যাবে অবুঝ মনে ডাকি;
দেইনা তাঁরে ফাঁকি,
ব্যবসা চলে ভালো;
নাইবা পেলাম তাঁর সে দেখা পেয়েছি তাঁর আলো।