লিখবো বলে গানের খাতা  আমি লিখে রাখি,
সবকিছু আর হয়না পূরণ ওরে আমার পাখি।।
কতকিছুই দেখার বাকি    হলনা আর দিলো ফাঁকি,
হয়নি দেখা হিমালয় আর তার উঁচু সে শাখী।।

তোরে নিয়ে ভাবনা আমার  ঢাকি কেমন করে,
মনের কথা রয়না মনে    পাষাণ ভয়াল ঝড়ে।
চাঁদের দিকে চেয়ে আশা     বাঁধি মনে ভালোবাসা,
ছুঁইতে পারিনা আর শশী দেখি আবার মাখি।।

তবু যেন আফসোস নাই      দেখা হলো তারে,
তোর বেলাতে যুগ কেটে যায় ঘোরে অন্ধকারে।
দেখিনা আর দেখাদেখি     করছি তবু লেখালেখি,
খাতা আমার ভরে উঠে  ভরেনা আর আঁখি।।

তৃপ্তি আমার আসেনা    তাই অতৃপ্ত এই মনে,
অপূরণের বিশাল সাগর    দেখছি সমুখ ঘনে।
পারি দেবো কেমন সুরে    সে সুর গলে না যে পূরে,
অপূর্ণতার বাঁশরি আজ  আমি কেবল চাখি।।