আমারে কি দিলে তুমি অগ্নি স্ফুলিঙ্গ সুখে
পাখিরে যে দিয়েছ হে তুমি গীতি মুখে।
তাই যে পাখি করে গীতি দান,
এরচে' বেশি কি দেবে আর উড়ে চলে আসমান।
আকাশ দিলে তুমি মেখে নানান সমাহারে;
চাঁদ, তারা আর সূর্য জাগে দিবস রাতির ভারে।
আবার দিলে ধরার বুকে ফুল ফসলের বোল;
সেই আধারে মানুষ বাঁচে করে যে শোরগোল।
ঝিঁঝিঁ ডাকে রাত্রি বেলা আর জোনাকি জ্বলে;
কৃত্রিমতা দাওনি তুমি এই ভুবনের তলে।
মানুষ বেঁধে দিলে তুমি বেদন দ্বারা ভরা;
আয়ু তুমি দিলে সবার দীর্ঘ কিবা ত্বরা।
নির্ঘোষে তাই চমকিত মন দেখে অশনি ডাক;
দিলে তুমি নানান প্রাণীর নানা রকমে হাঁক।
বেঁধে দিলে বাতাস তুমি সুখে;
মানুষ নিলো ভুখে।
আগুন দিলে, সলিল দিলে আবার দিলে মার;
করে মারে মনন মাঝে নিত্য যে ছারখার।
এতো দেবার মাঝে তুমি নারী দিলে এঁকে,
পুরুষ প্রেমে পড়ে যে তার রূপের ধারা দেখে।
সকল দিলে মানুষ লাগি জানি;
আবার দিলে চলতে সঠিক বাণী।
দিলে সকল মানুষ লাগি অনন্ত কাল ধরে;
অথচ সেই মানুষ মরে এক নিমেষের তরে।
আমায় তুমি দিলে শুধু অগ্নি ছোঁয়ার আঁচ;
আর বলেছ "এবার রে তুই বাঁচ"।
দিলেনা আর আপন স্বজন ভবে;
নিঃস্ব আমি মাতি একা নিজের কলরবে।
পুড়ছি আমি ভালো
আমার কাছে আঁধার ছাড়া নেই যে কোন আলো।