তোমার নিকটে কে হলো বিবশ কেবা হলো আর সেরা,
মানুষ তোমার সমান সৃজন     নারী কি পুরুষে ডেরা।।
ফুলে ফুলে আজ সকল সমান    পাখিতে পাখিতে হয়েছে প্রমাণ,
মানুষের বেলা তবু দেখি আমি     বিনিশ্চয়ে যে ঘেরা।।


আজ মনে হয় মানুষের মাঝে   এঁকেছ তুমি হে জাতে,
তাই বুঝি লোকে তোমায় ভুলেছে কলুষ মাখনে মাতে।
ক্ষীরোদ আকাশে তারারা সকল     পোহায়না আর তেমন ধকল,
আকারে হয়নি তারারা সমান  তবু দেখি আলো চেরা।।


গাছে গাছে আজ দাঁড়িয়ে রয়েছে    সাম্য নীতির ছলে,
মানুষে গড়েছে সাম্যের নীতি       ডুবেছে অহং জলে।
হারিয়েছে তারা নিজের বিবেক    করছে দেখেছি মানবতা ত্যাগ,
তারাই আবার তোমার নিকটে করেছে প্রাণের জেরা।।


যারা দেখি শুধু সফলতা খোঁজে  তোমায় ভুলেছে সুখে,
জীবনের মায়া কাটাতে পারেনি   ভুগেছে শুধু অসুখে।
আর যারা আজ তপস্বী বেশে    মেলেছে তোমার পরিচয় পেশে,
আঘাত পেয়েছে বিশুদ্ধ মন   তোমার পথেতে ফেরা।।