নাগের বিষের দোলা কালকূট মেখে চলে পিট ভাইপার
কালের কলস ভরে বিষধর সাপে আজ নিজ বিষ দ্বারা;
সমাজের ক্ষত যেন মানুষের চোখে দেখা করে ছারখার
গোখরা, কোরাল সাপে হানলে ছোবল জানি প্রাণ হয় সারা।
চিতি সাপ, মাম্বা সাপে নিজের বিষের চাপে নিজে কুপোকাত
সমাজের রন্ধ্রে রন্ধ্রে মানব সাপেরা কাটে সমাজের নীতি;
করেছে সাদৃশ্য সাপ সমাজের অন্ধকার করেছে আঘাত
সামুদ্রিক সাপ ন্যায় বিষ বয়ে চলে মুখে দেখি শুধু ক্ষিতি।।
সাপের মাথায় মণি শুনেছি কাহিনী মাঝে কল্পলোক সুরে
বাস্তবে শুনেছি আমি বিষের দহন শুধু হেনেছে আঘাত;
চাঁদের রূপের ভেদে সাপের চলন বুঝি থেমে থেমে ঘুরে
সাপ তার ফণা মেলে সমাজের অন্ধকারে মেখেছে প্রপাত।
মনুষ্য সাপের ঘাতে নিরীহ প্রাণের তান ভেঙেছে কঠিন;
খুঁজেছে মানুষ বেজি নিজ প্রয়োজনে শুধু আসে শুভদিন।।