রাত্রি ঘনায় কৃষ্ণ নিকষ দিবসে ঘনায় আলো
স্বাভাবিক তাই সত্ত্বা আমার মেনে নিতে চায় ভালো।
অথচ সকল বিধাতার দান মেখেছে নিজের সঙ
করে চলে তারা ঢঙ,
ভুলে যায় তারা নীতির পীযূষ সুখে;
কাগজের কড়ি লাগি তারা আজ রয়েছে প্রবল ভুখে।
তাই বুঝি দেখি ম্রিয়মাণ হলো আকাশের ঐ সূর্য;
বাজেনা জ্ঞানের তূর্য,
মানুষে এখন সব কিছু মাঝে খুঁজেছে ব্যবসা খালি
মেলেছে নিজের ডালি।
কবিরা এখন নেই আর কবি তারাও যে ব্যবসায়ী;
ফেসবুক কিবা বইমেলা এলে করেছে পাঠকে দায়ী।
পাঠক কিনেছে পুস্তক আজ বেগে;
অচেনা কবির জাগ্রত গান শুনেনা পাঠক লেগে।
আবার দেখেছি রাজনীতি মাঠে হচ্ছে শুধুই চুরি;
মঞ্চে কি আর ময়দানে তারা করে চলে বাহাদুরি।
ভোট চোর কিবা; সম্পদ চোর করে চলে কারবার;
সব হলো ছারখার,
কেবা শোনে আর দ্রোহীর কবিতা আজ;
মুছে গেছে চোখ লাজ।
দিনে দিনে মুছে দেখি আমি পুছে বেগে;
নারীরা এখন শর্ট ভূষণে ফ্যাশন মেখেছে ত্যাগে।
আবার নয়ানে দেখি আমি হায় মিছে বাহানার ঢল;
চোরের চুরির মাল ভাগ খেয়ে দ্রোহী হয়ে বলে চল।
তাই বুঝি আজ সাগরের বুকে জাগেনা মৎস্য সুখে;
স্রোতস্বিনী জল থাকে অভাবের ভুখে।
এখন তরুণে লিখেনা কবিতা করেনা যে প্রতিবাদ;
পর্ণফ্লিমে মন বসে গেছে জাগে মন্দের সাধ।
প্রেমের চাইতে এখন চলছে দেহ খেলা রমরমা;
বিধাতার ভয় মুছে হলো ক্ষয় নীতির ক্ষিতি যে জমা।
তাই বুঝি আজ দিবসের ভাগে রৌদ্র ভাজিত হয়ে;
ম্রিয়মাণ হয়ে মেদুরতা দিয়ে চলে আজ বয়ে বয়ে।
বাতাস উষ্ণ হয়ে গেছে আজ পাপের ওজন সইতে;
পারেনা ভালোরা এখন দেখেছি সত্য বচন কইতে।
অন্যদিকের খেলা দেখি আমি রাতে নামে অশরীরী;
সাদা অশরীরী নেমে আসে আজ বেয়ে সময়ের সিঁড়ি।
আর তাই যেন অন্ধকার আজ ম্লান;
মানুষ বোঝেনা বিধাতার সব দান।
মেদুরতা মুছে রাতের আকাশ কাঁদে;
তারা জ্বলে দূরে নিজেদের ফরিয়াদে,
জোনাকিরা আজ কানন না পেয়ে ফুঁসে;
ঝিঁঝিঁ ভুলে গেছে গাইতে রাগিণী সাদা আঁধিয়ার পুষে।
চারিদিকে তাই দামামা বেজেছে জোরে;
পড়ি আমি শুধু ঘোরে।
বিজয় ভেরীর শব্দ হয়েছে ক্ষীণ;
মানুষের ভাবে মানুষ হয়েছে আজকেই দীনহীন।
অপেক্ষার এ সময় এসেছে আজি;
চাঁদে ধরে আছে বাজি,
উজ্জ্বল চাঁদে চাঁদোয়া রজনী শ্বেত করেছে যে রাত;
রাতের আঁধারে ঘাত।
মানুষের এই রূপে যেন আজ অসন্তুষ্ট ধাতা;
প্রকৃতি আজকে রাতে মাখে যেন সাদা আঁচলের পাতা।
দিবসে অন্ধকার;
ম্রিয়মাণ হলো সকল আলোর ধাঁর।
কবি মন তাই গেয়ে চলে আজ নিজ জাগরণী গান;
বৃথা হয়ে যায় তান।
তাই আমি কবি বিধাতার বাণী ছড়াই পরম বেশে;
চলছি কবিতা পেশে।
তা না হলে জানি অচিরেই পৃথ্বী দিনে ডুবে যাবে কালো;
আর রাত তরে আলোর মিছিল মুছে দিবে সব ভালো।