কোন সে পুলিন ছুটে চলি কোন সে সাগর ঘাটে,
তোমার সাথে সাঁকো গড়ি আমার মনের বাটে।।
তরঙ্গ তার আসে জোরে ডোবায় আমায় সুকঠোরে,
ভাবছি আমি ভেসেই আছি এমন সাগর হাটে।।
এসব জানি নয় হে নাটক নেই সেথা হে মাচান,
তুমি এসে করো উদ্ধার বলছি "তিনি বাঁচান"।
মানুষ ভাবে মিথ্যা বলি মনের কথাই রয় উছলি,
পুরাতন এই হৃদয় আমার নতুন পথেই হাঁটে।।
তোমার কৃপা ছাড়া কি কেউ পারে দিতে পাড়ি,
ভয়াল সাগর গড়বো আমি আমার আত্ম বাড়ি।
সাঁকো দ্বারা চলছি ছুটে আমার সকল আপন টুটে,
কেউ আসেনা বাঁচাতে হায় কেবলি জল কাটে।।
জপছি তোমায় কৃপার স্বরে পাবো বলেই আশা,
যা পেয়েছি তার মাঝে আজ দিলাম ভালোবাসা।
গুনছি তোমায় সুখের তালে সাঁকো চলি আত্ম ভালে,
আমার হাতে তোমায় রাখি গুনে আঙ্গুল গাঁটে।।
এই জগতে পার পাবো কি জানিনা হে আমি,
চারদিকে হে নামছে কেবল করাল আঁধার যামী।
তার সাথে ঢেউ খেলা করে মনে কেবল ভীতি ধরে,
মেলি আমি তোমার কাছে কৃপায় হৃদয় চাটে।।
মনের করাল ঢেউ দেখেছি আমার আপন সুখে,
আরো আছি তোমায় পেতে আমি ব্যগ্র ভুখে।
এতদিনের সফল চলা আসবে জানি আপন বলা,
ভবিষ্যতের দিকেই চেয়ে চলমান আজ ফাটে।।
জানি যেতে হবেই ওপার যেথায় আছো তুমি,
মৃত্যু পুরীর বুকেই বাঁধা আমার জন্মভূমি।
তাই চলেছি সাঁকো ধরে আছো আমার এই অন্তরে,
মাতিনা আর পৃথ্বীর সুখে আমি হে আর নাটে।।
দাঁড়িয়ে রবো তোমার সমুখ যখন হবে বেলা,
চুলচেরা সেই বিশ্লেষণেই রদ হবে সব খেলা।
কাঁপবে ভয়ে আমার দেহ পাবো কি হে সেথায় নেহ,
হিসাব দেবো আমি কেবল সমাপ্তির ঐ মাঠে।।