তোমার কাছে চেয়েছি হে আমার নিজের শরণ,
করেছে এই জগতে লোক আমার সহায় হরণ।।
এখন আমি পথে হাঁটি          হাতে আমার থালাবাটি,
প্রতি পদেই করছি আমি   তোমায় ওহে স্মরণ।।


বুঝেছি আজ জীবন বাতি    নিভে গেলে সকল,
মূল্য ছাড়া প্রাণের ঘোড়া   পোহায় শুধুই ধকল।
পথের ধুলোবালি খেয়ে    উঠি তোমার গানটি গেয়ে,
পথে আমার আবাস গড়ি     পথেই হবে মরণ।।


সব হারিয়ে আছে কেবল    তোমার বাণীর সুধা,
আর রয়েছে প্রাণের মাঝে   আমার উদর ক্ষুধা।
তাই চলেছি কর্ম খুঁজে     জীবন আমার শুধুই যুঝে,
বুঝেছি আর জীবন মানে  কাজের নানা ধরন।।


তাই চলি আজ ডেকে ডেকে  মরণ বাহী প্রাণে,
আর বুনেছি গানের লাগি সঙ্গীত আমার গানে।
তাহা দিয়ে চলে রুজি    আমার যে নাই কোন পুঁজি,
প্রস্তুত আছি ডাক দিলে হে করবো মরণ বরণ।।