ঘরের বাহির এসেছিলাম করতে তোমায় মানা,
তার আগে যে এসে গেলে দিয়ে আমায় হানা।।
ঝড়ের প্রতাপ বাড়ে বলে    পারিনি আর যেতে দ'লে,
বাহির পানে হলো বা কি হয়নি আমার জানা।।


ঘরে ফিরেই বন্ধ করি আমার দুয়ার খানি,
তখন শুনি কড়া নাড়ে নয় জানি আসমানি।
কে এসেছে ভাবি আমি     এমন ঝড়ো আঁধার যামী,
দুয়ার মেলে দেখি আমি    মুখটি যে অজানা।।


নারীর মুখে মাখা নেহ দেখে কাঁপে হৃদয়,
জিজ্ঞাসী তাই তারে আমি কেন হলে উদয়।
তখন মিহি মধুর স্বরে     ডাকলে আমায় পরান ধরে,
চিনতে আমায় হলনা ভুল মেলে প্রণয় ডানা।।


এলে তুমি অবশেষে আমার বেতাল ঘরে,
কোথা দেব বসতে তোমায় ভয় জাগে অন্তরে।
উঠলে হেসে চিড়ল দাতে     হাসি দেখে হৃদয় ঘাতে,
প্রেমহীনা মন বলে উঠে ছিলাম আমি কানা।।