শুকিয়ে গিয়েছে তবু দাগ ফেলে গেছে দেখি পৃথিবীর বুকে,
আমাদের প্রেম আজ ফ্যাকাসে ইটের চাপে চলে খরা বয়ে;
আকাশের নক্ষত্ররা বিচিত্র বেগের টানে ঝরে পড়ে ক্ষয়ে
তাই ভাবনার দোর রদ হয়ে গেছে আজ নিজ ভুলেচুকে।
আগোছালো পরানের একটি কথাই শুধু আজ বেজে উঠে
কোথায় তোমার প্রেম চলে গেছে আর ঘরে বাজেনি রাগিণী;
মনের ক্ষতের সনে আমি যে নূতন প্রাণ আবার মাগিনি
পৃথিবীর এককোণে যে ক্ষত রয়েছে জমা দাগ হয়ে ফুটে।।

ভুলতে প্রয়াস শুধু আমাদের স্মৃতিকথা আবেগ জড়িত
প্রাণের উছিলা ভুলে এখন পারিনা দুলে ভাবতে তোমায়;
অমাবস্যার আঁধারে দিয়ে গেছি আমি শুধু তাহারেই সায়
চেয়েছি আমার তরে আসুক সুখের ছোঁয়া এসে যাক হিত।
ইটের চাপের মতো হৃদয়ে চাপের ফলে ফ্যাকাসে এ প্রেম;
সেথায় উছিলা যদি ফোটায় নিজের ফুল নামবে যে হেম।।