ছিলাম আমি বন্দী শালায়   আগল খোলে কে রে,
জিতে ছিলাম আমি তখন আজকে গেছি হেরে।।
বুঝিনি আর কিসের ছলে    ভেঙেছে দ্বার কিসের বলে,
খেয়াল করিনি কোন কিছু ছিলাম ঘুমের জেরে।।

আগলখানি নিনাদ তুলে খুলে গেছে দেখি,
সেই কথাটি ব্যথার দ্বারা আমি কেবল লেখি।
অথচ এই আগল খোলা      দিয়েছে আজ প্রাণে দোলা,
ছিলাম আমি অল্প ক'দিন মোহের ঘোরে ঘেরে।।

মুক্তির দেখা পেয়ে আমার ঘুম যে গেছে কেটে,
চোখ মেলেছি চোখের পটে স্বর্গপুরীর পেটে।
যে খুলেছে আগলখানি          দিয়েছে সে নিজের বাণী,
নেশার মতন ঘোর লেগেছে  হৃদয় সুখে চেরে।।

সেথায় দেখি নানান লোকের সুখের কথামালা,
ধরায় যে সুখ প্রাণের মাঝে নেই যে বাঁধা তালা।
এমন জীবন রে চেয়েছি    আজ বুঝি হায় তা পেয়েছি,
বলছি আমি সবের কাছে আমায় তাঁরে দে রে।।