ভেবেছিলাম, আর কখনো কবিতা লিখবো না;
ভেবেছিলাম, কবিতা লেখা ছেড়ে দিবো।
ভেবেছিলাম, তুমিই আমার কবিতা;
ভুল ছিলো আমার ভাবনা।
ভেবেছিলাম, তুমি কবিতা হয়ে আসবে,
আসবে বলে আর এলে না।
মাঝে লেখা ছেড়ে দিয়েছিলাম প্রায়,
চেয়ে থাকতাম সর্বদা তোমার প্রতীক্ষায়।
কিন্তু এখন কলম হাতে নিলে,
চোখের সামনে সাদা পাতা দেখলে,
জানো হাতটা বড় সুরসুর করে,
অচেনা অজানা কিছু লিখতেই,
চমত্‍কার এক কবিতা উপস্থিত হয়।
ভেবেছিলাম, তুমি বিনা কবিতা লিখবো না;
কিন্তু দেখো, তুমি আমার না হলেও,
কবিতাটা ঠিকই আমার হয়েছে।
তবে একটা কথা কি জানো,
পূর্বের কবিতাগুলোর সাথে নেই সাদৃশ্য,
এই কবিতা সেই কবিতা নয়,
এই কবিতা বেদনার কবিতা।