রং তুলিতে ভালোবাসার কাব্য লিখে
যদি জিজ্ঞেস করি ভালোবাসো কতটুকু?
তুমি কি বলবে, ব্যস এতোটুকুই!
নাকি কপালের ঘাম চোখের উপর আসার আগেই
তোমার উড়না দিয়ে চুপসে নিয়ে বলবে,
আরো ভালোবাসা চাও?
তোমার হাতে হাত রেখে যদি বলি
ভালোবাসো কতটুকু?
তুমি কি রিক্ত হাতে বলবে, ব্যস এতোটুকুই!
নাকি তোমার অন্য হাতটি দিয়ে আমার এলোমেলো চুল
আনমনে ঠিক করে দিয়ে বলবো,
আরো ভালোবাসা চাও?


কৃষ্ণচূড়া ফুলের পাপড়ি দিয়ে যদি
মালা গেঁথে তোমার চুলে পড়িয়ে দিয়ে
কৌতুহলী মনে জিজ্ঞেস করি
কতটুকু ভালোবাসো?
তুমি কি মালা টা সযত্নে রেখে দিয়ে বলবে,ব্যস এতোটুকুই!
নাকি সেই মালা চুলে বেধে, উষ্ণ অধর কপালে
লাগিয়ে একদণ্ড লজ্জাবতী চোখে বলবে,
আরো ভালোবাসা চাও?


আমার প্রত্যেকটি জল্পনা আর কল্পনা
সব রাঙিয়ে দেয় আলপনা।
আমায় ছুঁয়ে প্রতিজ্ঞা করো
ভালোবাসি বলা যেনো শেষ হয় না।