একটা নিশ্চিত আশ্রয়স্থল হোক,
যেখানে বসে বলবো সকল অকৃতকার্যতার গল্প,
যেখানে কৃষ্ণচূড়ার রঙে সাজানো ব্যার্থতা দায়ভার নিতে হবে অল্প।
যেখানে শেওলা মাখা দেওয়ালের দিনে দিনে অন্ধকারে ডুবে যাওয়া উপলব্ধি হবে।
একটা নিশ্চিত আবাসস্থল হোক,
যেখানে শক্ত বটগাছের মতো দাঁড়াবো নির্দ্বিধায়,
ঝড়, ঝাপটা, বৃষ্টি এসবের থোড়াই কেয়ার।
আমি বলবো পাখির মতো করে একটু একটু খড়কুটো দিয়ে বাসা জোড়ানোর গান,
হঠাৎ ঝড়ে ভেঙে যাওয়া বাসায় লড়াইয়ের অভিধান।
সব হারিয়ে মূর্ছ্যে গিয়ে, হেসে যাওয়ার সেই গল্প বলার জন্য হলেও, একটা নিশ্চিত আশ্রয়স্থল হোক।