আমি চাই আজ আপন ঘরটা নিকষকালো অন্ধকারে ডুবে থাকুক,
শেওলাজমা চার-দেওয়ালে বিষাক্ত নিশ্বাসের গভীরতা ফুটুক,
খিল দেওয়া দরজাটা শুনুক মড়মড়ে পাতার অপ্রাপ্ত ইচ্ছেগুলো,
মাথার উপরের ছাদটা আজ চাঁদের সাথে অলীক গল্প বলায় মেতে উঠুক,
বারান্দায় যত্ন করে কীটনাশক দেওয়া  নিঃসঙ্গ টিউলিপ গাছটার,
গ্রিল ছেদ করে সূর্যের সাথে সখ্যতা বাড়ুক !
প্রচ্ছন্ন উঠোনটায়, যেখানে স্বপ্ন-বুনার সুই রেখেছি,
প্রভাঞ্জনের উচ্ছাসে সেগুলো হারিয়ে ফেলার মিথ্যে অভিনয় মঞ্চায়ন হোক!
শব্দগুলো না হয় লিখবো খুব প্রিয় কালিতে, বিষন্ন চোরাবালিতে,
বাসন্তী  আল্পনা দেওয়া ডায়েরির জায়গা না হোক বুক শেলফে,
দুমড়ে মুচড়ে দেওয়া হোক তার দৃঢ়তা, রাখা হোক তালাবদ্ধ আলমারিতে!
আজ শুধুই গল্প লুকানোর প্রাণান্তকর চেষ্টা চলুক, গল্প বলার বৃথা মায়া, সযত্নে  কারাবন্দি হোক।