যে স্বপ্ন দেখিয়েছিলাম এই মরু-বন্দরের মানুষের চোখে,
সে স্বপ্ন আজ বিষাক্ত ধুলি জমে কংক্রিটের খাবলানো দেওয়াল,
সে স্বপ্ন আজ আমার চোখে কাঠের চশমা আর হাতে ভাঙা কলম ধরিয়ে দিলো,
আমি এখন নিস্তব্ধ আর প্রতিবাদহীন, নিজেকে বিজ্ঞ বলে বিজ্ঞাপন দিয়েছি এই শহরে।
শুদ্ধি পরীক্ষার জন্য আত্মাকে মুক্তি দিতে চেয়েছিলো মেসোপোটেমিয়ার এক প্রিস্ট, আমি বাধ সাধলাম চোখ খারাপের অজুহাতে।


এরপর বহু সভ্যতার অপরিণত মোহ উঠে পড়ে লেগেছিলো,
আমি কেবলই ব্যার্থতার বন্ধন দেখিয়েছি।
যে স্বপ্নে আমি মালা গেথে দিয়েছি কৃষ্ণকুমারী বেণিতে,
সে স্বপ্ন যে কণ্টকময়, বুকের প্রচ্ছদ ছেদ করে মন ক্ষরন হয়!
অসহ্য আঘাতের বিষ সইতে সইতে ক্লান্ত দুচোখ আজ কেবলই কৌতূহলী।
সেসব নিদ্রাহীন আর লবনাক্ত জলের তীর বেয়ে,  আজ শুধুই স্বপ্নের নিষ্পত্তি চাই।