তোমরা ঘুমিয়ে পড়, হে সুখের পায়রা
জগত ও সংসার তোমাদের জন্য
নরম বিছানায় সুখের সন্তরণ
কল্পনার ফুল বাগানের মাঝে।


আমি একা চলি, আলো থেকে লুকিয়ে থাকি
রাত গভীর হলে একটু আধটু বের হই
তখন রাস্তায় শুধু বিদগ্ধ মুখগুলো দেখতে পাই
জীবনের ঝলসানোর ছাপ তাদের চোখে মুখে
কাপড়ে জামায় শরীরে সবখানে।


গৃহহীন বেজন্মা কুকুর গুলোর চাহনিতে
সেই একই রকম ঝলসানোর ছাপ
যাদের কে ওরা বেওয়ারিশ বলে।


বের হই যেমন অন্ধকারে
ফিরে আসি সেই অন্ধকারেই
রাতের স্নিগ্ধতা চুরি করে গায়ে মেখে।


তোমাদের আলো গুলো আমার কাছে নিষঠুর পরিহাস
অধরা বলেই না পাওয়ার দীর্ঘশ্বাস হয়ত।


তাই অন্ধকারকেই জীবনের শক্তির উৎস হিসাবে
মেনে নিয়ে এই বেঁচে আছি এখনও দিব্যি
আমিও আমার নিশ্চুপ শ্লোগানে বলে যাই
"এভাবেও বেঁচে থাকা যায়।"