ভবঘুরে মন, পালকের মত
হাওয়ায় ভাসে, ঠিকানা বিহীন।
একবার টানে লালন, একবার সন্ন্যাস
তার পর জোর টানে পেটের ক্ষিদে
লোভি আয়েশ, মাথার উপরে ছাদ।
যান্ত্রিকতার সাথে হয় বোঝাপড়া।


অন্ধকারে রং থাকে জীবন্মৃত
স্পন্দন ছাড়াও জীবন বেঁচে থাকে
স্থবিরতা আর শব্দহীনতা সমার্থক বলে ভুল হয়।


কখনো সে খোঁজে একটু আশ্রয়
সম্পূর্ন অ-প্রাকৃতিক হস্তক্ষেপ মুক্ত
এই গ্রহের মাটিতে কোথাও একটু
একদিন দুদিনের হোক, তবুও।


সেখানেও সে খাঁটায় তাবু
রান্নার চুলা, বাজার সদাই
অ-প্রাকৃতিক নিরাপত্তা।
পরিত্যাগ করতে পারার আগেই প্রত্যাবর্তন।


এভাবে আর কখনো মিলিয়ে যাওয়া যায়না
বিলিয়ে দেওয়া হয়না, হারিয়ে যাওয়া যায়না।
হারাতে চাওয়া-ফিরে আসা, এ শেকল ভাঙ্গা হয়না কখনো।