বিষন্নতার মেঘে ঢাকা মন,
অশ্রু ভেজা চোখের কোণ।
হৃদয় জুড়ে জমে থাকা ব্যথা,
নীরবে কাঁদে আমার গাঁথা।

অন্ধকারের গভীর ছায়া,
বিষন্নতার নেই কোনো মায়া।
অশ্রুর ফোঁটায় লেখা নাম,
হারিয়ে ফেলেছি সকল দাম।

স্বপ্নেরা আজ ভেঙে চুরমার,
বিষন্নতার নেই তো সীমার।
মনের কোণে জমে থাকা ভয়,
অশ্রুর স্রোতে সব লয় হয়।

তবুও আশা রাখি মনে,
নতুন সকাল আসবে ক্ষণে।
অশ্রু মুছে হাসবো আবার,
বিষন্নতার হবে যে হার।