হরতালে সৃষ্টি হয় জনদুর্ভোগ
স্থবির হয়ে যায় সারা দেশ
প্রতিটি ক্ষেত্র হয় বাঁধাগ্রস্ত
দুর্দশার যেন থাকে না শেষ।


হরতালে দেশ হয় অচল
বন্ধ থাকে অর্থনীতির চাকা
মানুষ ভোগ করে সীমাহীন কষ্ট
রাস্তা-ঘাট থাকে একদম ফাঁকা।


একদিন হরতালে ক্ষতি হয়
হাজার হাজার কোটি টাকা
সাধারণ মানুষের চলাচলে
দুঃখের থাকে না সীমারেখা।


দেশ ও জনগণের স্বার্থে
হরতাল কারো কাম্য নয়
বিকল্প কোন কর্মসূচি হলে
সকলের জন্য ভালো হয়।


----------★----------
ঢাকা
২৯-১০-২০২৩