যে ভালোবেসেছে নিভৃতে,
চোখে ছিলো যার বিবর্ণ ধূসর মায়া
কোন এক মন খারাপের সন্ধ্যায় তারে মনে পড়ে,
যেন আকাশের সবটুকু নীল ভর করে হৃদয়ে।
ভোলা কি যায় তারে?

যখন হৃদয়ের কামনা ভেসে যায়
একাকীত্ব আর শূন্যতায়
সে জেগে ওঠে বিক্ষিপ্ত কল্পনায়
হাত ধরে বহু দূর হেঁটে যায়
যেন হৃদয়ের খুব কাছে থেকেও
আলোকবর্ষ দূরে হারায়।

যে ভালোবাসা পরিপূর্ণতা পায়
তা শূন্যতায় মিলায় অবহেলায়
যে ভালোবাসা আড়ালে থেকে যায়
তা চির যৌবনা রয়ে যায়।

যে ভাষা হৃদয় থেকে কেবলই হৃদয়ের
তা জগতে অদৃশ্য ই থেকে যায়
তবে তার স্মৃতি ধরে হৃদয় বয়ে যায়
বিচ্ছিন্ন যত সব সময়ের স্রোতে।

০৫ সেপ্টেম্বর ২০২৪