এই পৃথিবীর সবকিছু কেবলই বৈষম্যের
যে ব্যবস্থায় ধনীরা শুধুই ধনী হতেছে
গরীবের অস্তিত্বের লড়াই পুঁজি করে,
তাদের হৃদয় হত্যা করে,
জীবন ছিনতাই করে,
তাতো তোমাদের চোখে পড়ে না।
পড়লেই বা কি?


অভাবে, অনাহারে, অবহেলায়, নিষ্ঠুর দারিদ্রতার
যাদের হৃদয়ের মৃত্যু হয়, তারপর নেশায় বুঁদ হয়ে
জগতের সবকিছু বিসর্জন দিয়ে চক্রে পাক খেয়ে যাদের
মনুষ্যত্বের মৃত্যু হয়, তারা তোমাদের ব্যবস্থায় ছিনতাইকারী।
অস্ত্রের মুখে সবকিছুর চেয়ে প্রাণের মূল্য বেশী
জেনে তারা ছিনতাই করে নিজ জীবনকে শূন্যে নিয়ে।
অথচ টেবিলের নিচ দিয়ে যারা ছিনতাই করে
তোমাদের ইচ্ছায়, তাদের জীবনকে তো শূন্যে নিতে হয় না।

কেউ কি কখনো  জানতে চেয়েছে কেন তারা ছিনতাইকারী?
তারা অপরাধী বটে, তবুও তারা তো মানুষ,
তারা তো ইচ্ছা করে ছিনতাইকারী হয়নি।
এই ব্যবস্থা তাদের বিপথগামী করেছে।
যেই ব্যবস্থায় ধনীরা ধনী হয় আর গরিবেরা গরিব
সেখানে প্রকৃত ছিনতাইকারী কেবল ধনীরা।
দুর্নীতি, আর লুট করে পুষ্ট যারা প্রকৃত ছিনতাইকারী তারা।
অথচ যত কিল, ঘুষি, লাথি আর ঘৃণা কেবল গরিবের তরে।

২৪ ফেব্রুয়ারি ২৫