তুমি আমার অন্তরে নিহিত সেই আভাস"
যার অপ্রকটেও খুঁজে পাই স্নিগ্ধ সুভাষ।
তুমি জীর্ণশীর্ণ বইয়ের সেই আধ মোছা পাতা"
যা পড়া না গেলেও বোঝা যায় তার অন্তঃ স্থিত কথা।
তুমি সেই আকাশচুম্বী বিপজ্জনক গিরি"
স্বপ্নে আমি যার চুড়ায় আরোহন করি।
তুমি সেই ভয়ানক কাটা যুক্ত পুষ্প বৃক্ষ"
যার কাটাতে হস্ত না বিঁধে বিঁধেছে আমার বক্ষ।