কবিতার শিরোনাম: আমি ছন্নছাড়া।
কলমে: এস এম হাসিবুর রহমান

আমি ছন্নছাড়া আমি চিরো উজবুক"
নিশ্চিত অংশ জেনেও তোমাতেই খুঁজি সুখ।

আমি জানি তুমি আমার হবে না সব শেষে"
তবুও তোমাকে নিয়ে সদা ঘুরি ফিরি স্বপ্নের দেশে।

আমি জানি বিধাতা হয়তো লিখি তোমার সাথে ভাগ্য"
আমি জানি আমি কখনো হতে পারবো না তোমার যোগ্য।

তবুও আমি তোমাকে ভালোবেসে যাই"
তোমার ভালোবাসাতে প্রতিদিন পুড়ে হয় ছাই।

আমি জানি আমার এ আঁখি দ্বয় তোমার দেওয়া কষ্টের জ্বলে ভিজবে"
আমি জানি তুমি আমার স্বপ্নে দেখা সেই বউয়ের সাজ সাজবে।
কিন্তু দুর্ভাগ্যবসত অন্য কারো জন্য হবে সেই সাজ,
অন্য কারো সাথে সম্পন্ন হবে তোমার শুভ পরিণয়ের কাজ।

মনেহয় আমি সহ্য করতে পারবোনা দেখে তোমার হাত অন্যের হাতে"
তীব্র বুকের ব্যথা নিয়ে হয়তো আমার দেখা হবে মৃত্যুর ফেরেস্তার সাথে।