নামাজ শেষে, প্রতিটি মোনাজাতে,
আমি শুধু তোমাকেই চাই —
যেনো তোমার ভালোবাসার পথে,
আমি খোদার জান্নাত পাই।
তুমি হবে আমার শুদ্ধতার কারণ,
অসৎ কাজে দেবে কঠোর বারণ।
আমি যদি পথ হারাই কোনোদিন,
তুমি দিনের পথে আঁকড়ে ধরবে,হয়ে ভীষন কঠিন।
তুমি শাসন করবে মিথ্যার পথে,
দাঁড়ি রাখার বায়না ধরবে রেখে হাত আমার হাতে।
পাঁচ ওয়াক্ত নামাজের তাগিদে,
আমাকে পাঠাবে মসজিদের দিকে।
আমি যখন রোজগারের তাগিদে দূরে,
তুমি ফোনে খোঁজ নিবে নরম সুরে —
এই যে শুনছ হ্যালো,
"জোহর পড়েছো কি বলো?"
তুমি ভালবাসবে আমায়,
আদেশ-নিষেধে রাখবে ঘিরে।
তোমার মতো সঙ্গী খুঁজি আমি,
সারা ভুবন ঘুরে ফিরে।