তুমি রাত্রি,আমি তারা"
আমি অদৃশ্য তুমি ছাড়া।

তুমি বায়ু আমি সবুজ গাছ"
তোমার নৃত্যে আমার সাজ।

তুমি উষা আমি প্রভাত"
তোমার ক্রোধে আমি উৎপাত।

তুমি শ্বাস আমি হৃদপিণ্ড"
তোমার বিরতিতে আমি পন্ড।

তুমি আখি আমি অঞ্জন"
আমাকে ভাসায় তোমার ক্রন্দন।

আমি আকাশ তুমি আলোকছায়া"
তোমার জন্যই আমার যত মায়া।

আমি প্রবন্ধ তুমি দাঁড়ি"
আমার চলনে তোমার বাড়াবাড়ি।