সুনীল আকাশের তারা গুলির সাথে,
একাকী হেঁটে চলা স্বপ্নের পথে,
সমুদ্র বিস্তৃতি নয়নে সব অজানা,
স্বপ্নময় সুরের গল্পে অপরূপ ভাবনা।


ঘামে ভেজা দেহে প্রেমিকার ঘ্রাণ,
স্নায়ু তন্ত্রে রক্ত কনার ফিরেছে প্রাণ।
মৃদু চাঁদের আলোয় মিলিয়ে যায় ছায়া,
মধ্য রজনীতে বিবর্তিত নিরব মায়া।


মুক্তার খোঁজে সমুদ্র অতলে,
জীবন রয়েছে বন্দী শৈবালে।
অতল অর্নবে নীলাভ স্বর্গ,
খুঁজে যাওয়া- না পাওয়া- ছায়াস্বর্গ!