পৃথিবীতে পরম সুন্দর বলে যদি আর কিছু থাকে
মোনালিসা ছাড়া লিওনার্দো যদি আর কারো ছবি আঁকে,
চিনি আমি তাকে,
সে তুমি।


ভিসুভিয়াসের অগ্নিগলা স্রোতে যদি কেউ প্রেম নৃত্যে মাতে
দরজা খুলে কেউ দাড়ায় যদি একশো আটটি পদ্ম হাতে
চিনি আমি তাকে,
সে তুমি।


ধ্বংসের মুখে দাঁড়িয়ে ত্রিলোক দ্রুলোক কাঁপিয়ে স্বগৌরবে
যদি কেউ মিষ্টি করে হাসতে পারে সামান্য শিউলীর সৌরভে
চিনি আমি তাকে,
সে তুমি।


সহস্র শতাব্দী যাবৎ দিবস রজনী যে আমায় প্রতীক্ষায় থাকে
পৃথিবীর সব শান্তি, সুখ, তৃপ্তি, কোমলতা ঘিরে রেখেছে যাকে
চিনি আমি তাকে,
সে তুমি...