এই শহরে এখন আর শোনা যায় না হায়ানাদের হাসি;
বীর সিংহবাহিনী দিয়েছে তাদের ফাঁসি।
শহরের অলি-গলি ভরে উঠেছে উৎসবে ;
শান্তির পতাকা উড়ছে সেইতো কবে।
ভেঙেপড়া প্রাচীরের ইটগুলো আজ মেতে উঠেছে ঐক্যের গান;
ভেঙে গেছে সব বৈষম্যের বাধ ভালবাসার বানে।
ভাদ্রের আকাশে উড়ছে সুখের পায়রা;
খিলখিল করে হাসছে দুঃখ ধুয়ে দেয়া নদীরা।
উঁচু দালানগুলো দিচ্ছে বিজয়ের হাসি;
শহরের সবাই আজ রহস্যময়ভাবে খুশি।
দুঃখে শুকিয়ে যাওয়া চোখে বইছে সুখের পানি ;
ভেদাভেদ ভুলে আজ সবাই বলছে একি শহরের বাণী।
অদৃশ্য হায়ানাদের দল শুরু করেছিল হত্যাযজ্ঞ;
গ্রাস করেছিল মহামারী,  ছাড়েনি কোনো মূর্খ – বিজ্ঞ।
রঙের শহর ভুলে গিয়েছিল উৎসব;
মুচড়ে গিয়েছিল বাগান, ভেঙেছিল প্রাচীর সব।
কেঁদেছে সূর্য , কেঁদেছে রাতের চাঁদ;
আজ জয়োধ্বনিতে তাদের কাঁধেে কাঁধ।
লড়াইয়ে মারা গেলো কত সাদা বীরের দল;
মনে রেখো তোমরাই ছিলে যুদ্ধে আমাদের বল।
হয়তো মানুষ জানবে একদিন আমার কবিতাটা;
দোয়া করি চিরকাল হাসুক এই আমার শহরটা।