খোলা নীল আকাশ যেন তাদের প্রেমের উদ্যান ;
উড়ে উড়ে ঘুরে বেড়ায় কখনো বা করে তারা ধ্যান।
গগনের নক্ষত্রগুলো চায় তাদের ধরতে ;
দুরন্ত মেঘের দল চলে যায় অনন্তে।
মন খারাপ হলে ভানুর আলো দেয় তারা আটকে ;
কান্নার পানিতে ভাসিয়ে ফেলে পুরো ধাত্রীকে।
রাগ করলে তারা পুরো গগন করে তুলে কালো ;
ঝগড়ার ন্যায় দেয় তারা বিদ্যুৎ ঝলকের আলো।
ভাদ্র মাসে একাকী তাদের প্রেম হয় শুরু ;
নীলাম্বরে তাদের লাগে যেন কুমারী ললনার ভুরু।
দূর থেকে দেখে মনে হয় যাচ্ছে ভেড়ার পাল ;
সন্ধ্যার আগে আবির রঙে হারায় তাদের তাল ।  
সমুদ্র কন্যা হয়ে থাকে তাদের চিরচেনা আয়না ;
অবিরাম ছুটে চলার জন্য শেষ হয় না তাদের বায়না।
পক্ষীরাজ ঘুরে বেড়াতে চায় তাদের ভেলায় ;
প্রতিদিনই দেখা যায় তাকে তাদের রঙের মেলায়।
ঝগড়া-বিরোধ শেষে তারা যায় সব ভুলে ;
নিজেদের প্রেমের প্রতিচ্ছবি দেখে তারা প্রতিটি নদীর কূলে।
সোনালি রোদে গোসল করে লজ্জাময়ী মেঘ কন্যা ;
তার হাসিতে চারিদিকে ছড়িয়ে পড়ে খুশির বন্যা।
তুমি কি যাবে প্রিয়তমা তাদের পাড়ায়?
চড়ে বেড়াবো তাদের ভেলায়,  শেষ বিকেল  কাটাবো তাদের রঙের মেলায়।
আবিরের রঙ গায়ে মেখে তাদের উৎসবে ;
বিজলী হয়ে নেমে আসব আবার রাতের নিরবে।