রাতের ঘড়ির কাঁটা যখন পার করে বারোটা,
তখন ধীরে ধীরে থেমে যায় সারাদিন ঘুরতে থাকা জীবনের চাকাটা।
কারো মাথার উপর থাকে দামি বিষাদের ছাদ,
কারো মাথার উপর থাকে কষ্টে  ঝলসানো চাঁদ।
সেই চাঁদের আলো আসে কারো বারান্দায়,
কারো রাত কাটে চাঁদহীন অমাবস্যায়।
ক্লান্ত চোখে কারো জেগে ওঠে অক্লান্ত মায়া,
আর কারো উৎফুল্ল চারপাশ  ভরে ওঠে বিষাদের ধোয়ায়।
কেউ অপেক্ষায় থাকে শেষ নিশ্বাসের,
কেউ বা স্বপ্ন বুনে জীবনের নতুন আশার।
কেউ বা পুরোনো শোকে ভেজায় বালিশ,
কেউ বা নিজেই বসায় আপন শালিস।
রাতের যাযাবর হয়ে আমি তাদেরই মাঝে থাকি,
এখনও যে রাতের কাহিনী পুরোটাই বাকি।