প্রিয়,
যখন বলেছিনু অনেক ভালোবাসি
দেখেছিনু তোমার ঠোঁটে এক চিলতে হাসি,
শেষবার যখন ধরি তোমার হাত দুটি
বলেছিলে সারাজীবন এভাবেই একসাথে থাকি।
কাজল কালো চোখ দুটোই করল মোর সর্বনাশ
সেই ছিল  ভালোবাসার  ইতিকথা,
                                    মোদের শেষ ইতিহাস।

কেন এই বিচ্ছেদ? কার ছিল কত ভুল?
কেন আজ দিতে এসেছ মোর কবরে ফুল?
কেন ধরলে অন্য কারোর হাত অবশেষে?
কেঁদো না আর, ভালো আছি এই মেঘের দেশে।
সায়াহ্নে রাধাচূড়ার নীচে  নিও মোর ঝরা ফুল
প্রিয় মেঘপালক, রাগে -অনুরাগে ও অনুভবে
                               আজও তুমি মোর বকুল।।

ওপরে চেয়ে দেখো ,আছি তোমার প্রিয় মেঘে
নীলাকাশ তার শুভ্র পাতায় মোদের উপন্যাস লেখে।।