মানুষ নেই আর মানুষের সাজে,
অমানুষ সেজেছে সে কথা আর কাজে!
হিংস্র আচরণে পশু মানে হার,
পাশবিক কাজে যেনো জুড়ি নাই তার!
নেই যেনো হৃদয়ে মমতার লেশ,
অন্যের কষ্টে সে আনন্দ পায় বেশ!
নিষ্ঠুরতায় তার নেই জুড়ি কোনো,
স্বার্থ রক্ষায় যেনো মাংসাশী-বুনো!
কিন্তু এমন করে চলবে আর কতো!
সভ্যতার পিঠে ধরছে যে ক্ষত!
জাহেলি যুগ বুঝি আবারও আসে?
জাহেলি যুগের সেই মানুষেরা হাসে!
সভ্যতার হে দাবিদার হও সচেতন!
করো হে সুন্দর এক পৃথিবী গঠন!



#০৪/১০/২০১৬