বাবা হাঁটেন
কাদামাটির গন্ধে
ঘামের স্রোতে জমে
হাওরের স্বপ্ন
নদীর আগুনে জ্বলে
অবিচল ভরসা—
সবুজে মোড়া মমতার
আলোকরেখা
শিল্পে বোনা সংসার পথে
অবিনশ্বর বাবা—
বটবৃক্ষের মতো স্থির
বুনে রাখেন
নিঃশব্দ মায়ার জাল
বাবা, এক দীর্ঘ কবিতা
সারাক্ষণ আছেন
উপমায়
গ্রামের চিত্রে ভেসে
চোখের সমান দূরে...