জীবনের কোলাজে কিছু গান
জ্যামিতিক ছায়ায় গলে যায়
যেন পলিথিনে মোড়া অলীক পাখি
শুনতে গেলেই ফাটে—
গ্লিচে আটকে থাকা ভয়েস-নোট,
ভাঙা কম্পাসে ঘুরপাক খায় সুরের শেকড়
আমি তবু বেঁচে থাকি—
রূপকের মেঘে ঢেকে যাওয়া আকাশে
আধ-ডাউনলোড হওয়া আত্মার সম্মোহনে
যেখানে নিস্তব্ধতাই গেয়ে ওঠে
অস্তিত্বের সবচেয়ে প্রাচীন সুর...।