উৎসর্গিত প্রাণ
ঘুমিয়ে গেল কাদামাটিতে
রক্তে পবিত্র হল মাটি—
এক বিসর্জন, এক উত্তাপের উৎসার

হাঁসিল হইল ত্যাগ
তবু—
শরীরে উঠলো উত্তাপ
পেট-ভরা গোশতে জাগে শ্লেষ
বরণে বিষাদ, হজমে বয়ান
এইডাই কুরবানি!

ভাজা কলিজার গন্ধে
কাঁপে জাতির অবচেতন...
শান্ত থাক, শান্ত—
জিভের লালসা যদি নিয়ন্ত্রণে না থাকে
তয় আত্মা কয়েদ হয়
রন্ধনঘরের ধোঁয়ায়...।